পর্যটন খাতকে গুরুত্ব দিচ্ছে সরকার: মেনন

ইতালির অনুষ্ঠানে রাশেদ খান মেননসরকার পর্যটন খাতকে গুরুত্বপূর্ণ খাত হিসেবে চিহ্নিত করে এই খাতকে এগিয়ে নিতে কাজ করছে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। তিনি বলেছেন, দেশে-বিদেশে বিশেষ কার্যক্রম গ্রহণ করে সরকার বিদেশি পর্যটকদের ভ্রমণকে আনন্দময় ও নিরাপদ করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। রবিবার (২ এপ্রিল) ইতালির মিলানে বরসা ইন্টারন্যাশনাল ট্যুরিজম ফেয়ারে (বিট) এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মিলানে ২ থেকে ৪ এপ্রিল অনুষ্ঠিত হচ্ছে বরসা ইন্টারন্যাশনাল ট্যুরিজম ফেয়ার (বিট)। এতে অংশ নিয়েছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। মেলায় বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। মেলায় প্রায় একশটি দেশের দুই হাজার কোম্পানি অংশ নিচ্ছে। পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন ইতালির হেরিটেজ, কালচার অ্যান্ড ট্যুরিজম মন্ত্রণালয়ের উপমন্ত্রী ডরিনা বিয়াঙ্কি, লোম্বার্দি রিজিওনের প্রেসিডেন্ট রবার্তো মারোনি, মিলানের মেয়র যুসেপে সালাসহ অন্যান্য দেশ থেকে আগত মন্ত্রী ও পর্যটনসহ বিভিন্ন খাতের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
বরসা ইন্টারন্যাশনাল ট্যুরিজম ফেয়ারের (বিট) অনুষ্ঠানে মন্ত্রী ভ্রমণপিপাসু বিদেশি নাগরিকদের বাংলাদেশের নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহাসিক স্থাপনা দেখার আমন্ত্রণ জানান। অনুষ্ঠানে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুস সোবহান সিকদার, মিলানে নিযুক্ত কনসাল জেনারেল রেজিনা আহমেদ, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান অপরূপ চৌধুরী, ট্যুরিজম বোর্ডের পরিচালক নিখিল রঞ্জন রায় প্রমুখ উপস্থিত ছিলেন।
মেলায় বাংলাদেশ প্যাভিলিয়নে দেশীয় ঐতিহ্যবাহী লোকসঙ্গীত, নৃত্য, তবলা, ফ্যাশন শো প্রভৃতির মাধ্যমে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান ও ইতালীয় দর্শনার্থীদের জন্য বাংলাদেশের পর্যটন বিষয়ক একটি কুইজ শো পরিচালনা করা হয়।

আরও পড়ুন-

আত্মঘাতী ভেস্টেই তিন জঙ্গির মৃত্যু

/সিএ/টিআর/