সব ঠিকঠাক থাকলে আগামী ২৭ ও ২৮ এপ্রিল ঢাকা সফর করবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার। তার সফরের সময় বাণিজ্য ও বিনিয়োগ এবং সংস্কৃতি খাতে কয়েকটি সমঝোতা স্মারক সই হতে পারে। এ নিয়ে এরইমধ্যে আলোচনাও করেছে ঢাকা ও ইসলামাবাদ। পাক পররাষ্ট্রমন্ত্রীর সফরকে ঘিরে শেষ সময়ের প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘গত ১৫ বছরে দুদেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক ছিল না। গত সপ্তাহে পররাষ্ট্র সচিবদের মধ্যে বৈঠকের আগে শেষ বৈঠক হয়েছিল ১৫ বছর আগে। ফলে দ্বিপক্ষীয় সম্পর্ককে স্বাভাবিক পর্যায়ে আনার চেষ্টা করা হচ্ছে।’
ইসলামাবাদের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ককে ঢাকা গুরুত্ব দিচ্ছে জানিয়ে আরেক কর্মকর্তা বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় পণ্য যেমন চাল, পেঁয়াজসহ অন্যান্য পণ্যের বাণিজ্যের ক্ষেত্রে দুই দেশ সহযোগিতার সম্পর্ক তৈরি করতে পারে।’
উল্লেখ্য, সবশেষ ২০১২ সালে তৎকালীন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার বাংলাদেশ সফর করেছিলেন।
সফরসূচি
সবকিছু ঠিক থাকলে আগামী ২৮ এপ্রিল পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং ইশাক দারের মধ্যে বৈঠক হবে। একইদিন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস সৌজন্য সাক্ষাৎ করবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। এছাড়া পাকিস্তান দূতাবাসের আয়োজনে একটি বিজনেস ইভেন্ট হতে পারে।
এ বিষয়ে আরেকজন কর্মকর্তা বলেন, ‘পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে দুপক্ষের মধ্যে অমীমাংসিত ইস্যুগুলোসহ বিভিন্ন সহযোগিতার বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। স্বাভাবিকভাবে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সেটির ধারাবাহিকতা থাকবে।’
সমঝোতা স্মারক
বাংলাদেশ ও পাকিস্তানের অনেকগুলো ইন্সট্রুমেন্ট নিয়ে আলোচনা চলছে। দুপক্ষ সম্মত হলে এরমধ্যে কয়েকটি হয়তো এবারের সফরে সই হতে পারে। এর জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পাকিস্তান দূতাবাসের কর্মকর্তাদের নিয়ে একটি ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়েছে সমঝোতা স্মারকগুলো পর্যালোচনা করার জন্য।
এ বিষয়ে একজন কর্মকর্তা বলেন, ‘আমরা কয়েকটি নিয়ে অগ্রসর হচ্ছি। এরমধ্যে বাণিজ্য ও সংস্কৃতি সংক্রান্ত একাধিক সমঝোতা স্মারক সই হতে পারে। তবে এ বিষয়গুলো একদম শেষ পর্যায়ে চূড়ান্ত হবে।’
আরও পড়ুন:
তিন দিনের সফরে ঢাকা আসছেন পাকিস্তানে পররাষ্ট্রমন্ত্রী: সামা টিভি