পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আমরা যেন সাস্টেইনেবল দেশ গড়ি, প্রকৃতিকে মাঝখানে রেখে উন্নয়ন করি। সবার কথা শুনে আমাদের দর্শন ঠিক করতে হবে। জাতি হিসেবে যদি আমরা সঠিক দর্শন গ্রহণ করি, তাহলে পরিবেশগত টেকসই উন্নয়ন কোনও দূরের বিষয় থাকবে না।
শনিবার (১৯ এপ্রিল) রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ‘দ্য ইন্টারসেকশন অব গভর্ন্যান্স, এনভায়রনমেন্টাল সাসটেইনেবিলিটি, ইয়ুথ এম্পাওয়ারমেন্ট’ বিষয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আমাদের কর্তব্য পরবর্তী প্রজন্মের কথা ভাবা, তাদের কথা শোনা এবং তাদের জন্য কাজ করা। যদি আমরা ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করি তাহলে গভর্ন্যান্সও ঠিক হয়ে আসবে। সাসটেইনেবিলিটি হবে বাস্তবতা।
তিনি আরও বলেন, আমরা এক ধরনের সমাজব্যবস্থা থেকে নতুন বাংলাদেশ গড়ার পথে হাঁটছি। আমরা নতুন প্রজন্মের ভাষা বোঝার চেষ্টা করছি। তাদের জন্য নির্মল বাতাস রেখে যেতে হবে। আমাদের সাসটেইনেবল কনজাম্পশন প্যাটার্ন গড়ে তুলতে হবে। আগে ভাবতে হবে আমরা কী চাই।
তরুণদের ভূমিকা নিয়ে পরিবেশ উপদেষ্টা বলেন, তরুণরা আজ অনেক বড় ফ্যাক্টর। আমরা অনেক অন্যায়ের প্রতিবাদ করতে পারিনি, কিন্তু তারা ভয়কে জয় করতে পেরেছে। তরুণদের জন্য সুন্দর এক বাংলাদেশ গড়তে হবে।
অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাবিদ, অর্থনীতিবিদ ও ব্র্যাকের চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান, অ্যাকশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ড. ফারাহ কবিরসহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তি বক্তব্য রাখেন।