সমাজ পরিবর্তনে ইসলামি সাহিত্যের নির্দেশনা কাজ করে: ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, সমাজ পরিবর্তনে ইসলামি সাহিত্যের দিক নির্দেশনার কাজ করে। শনিবার (১৫ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সালিহা পাবলিকেশন্স আয়োজিত মোড়ক উন্মোচন ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

কোরআন ও হাদিসের আলোকে দৈনন্দিন জীবন পরিচালনার ওপর গুরুত্বারোপ করে ধর্ম উপদেষ্টা বলেন, এর মাধ্যমে আমাদের পারিবারিক ও সমাজ জীবন উদ্ভাসিত করতে হবে। বর্তমান কওমি ওলামা কেরামরা অনুবাদ সাহিত্যে অসামান্য অবদান রেখে চলেছেন।তারা সাবলীল ঝরঝরে অনুবাদ করছেন, যা বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করছে। 

ভারতে ওলামা কেরামরা উর্দু সাহিত্যে পুরস্কৃত হয় উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে বাংলা অনুবাদ সাহিত্যের জন্য পুরস্কারের ব্যবস্থা করা হবে। এসময় ইসলামিক ফাউন্ডেশন থেকে সেরা সিরাত লেখককে পুরস্কৃত করার উদ্যোগের কথাও জানান তিনি। 

বাংলাদেশে ৬৪ হাজার ইমাম আছে যারা ইমাম অ্যাকাডেমি থেকে প্রশিক্ষণ নিয়েছেন। সেখান থেকে একজন ইমাম ও মুয়াজ্জিনকে ঢাকায় এনে পুরস্কৃত করার আশা প্রকাশ করে তিনি বলেন, যারা সিরাতে রাসুল (সা.) এর ওপর মৌলিক কিতাব লিখেছেন অথবা অনুবাদ করেছেন, আমরা তাদেরও অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করতে চাই। 

সালিহা পাবলিকেশন্স ধর্মীয় বই প্রকাশে এগিয়ে আসলে বাংলা অনুবাদ সাহিত্যের গুণগত পরিবর্তন আসবে। যে সব আলেম ওলামাদের বিভিন্ন ভাষায় পারঙ্গমতা আছেন, সৃজনশীলতা আছেন— তাদের দিয়ে ইসলামের গুরুত্বপূর্ণ বইগুলোকে অনুবাদ করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে উল্লেখ করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। 

সালিহা পাবলিকেশন্সের সভাপতি মো. হুমায়ুন কবীর চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন পাবলিকেশনটির সিইও মুফতি মঈনুদ্দিন তৈয়বপুরী।

পরে উপদেষ্টা বিখ্যাত তাফসীর গ্রন্থ সফওয়াতুত তাফাসির বাংলা অনুবাদ (চতুর্থ খণ্ড) ও নিজের লেখা ড. আ ফ ম খালিদ রচনা সমগ্রের মোড়ক উন্মোচন করেন।