বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ১৮ বিশিষ্ট ব্যক্তি ও বাংলাদেশ নারী ফুটবল দলকে ‘একুশে পদক-২০২৫’ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে এ পদক তুলে দেওয়া হয়।
এ বছর পদক পেলেন- চলচ্চিত্রে আজিজুর রহমান (মরণোত্তর), সংগীতে ওস্তাদ নীরদ বরণ বড়ুয়া (মরণোত্তর) ও ফেরদৌস আরা, গবেষণায় মঈদুল হাসান, শিক্ষায় ড. নিয়াজ জামান, আলোকচিত্রে নাসির আলী মামুন ও চিত্রকলায় রোকেয়া সুলতানা, সাংবাদিকতায় মাহফুজ উল্লাহ (মরণোত্তর), বিজ্ঞান ও প্রযুক্তিতে মেহদী হাসান খান (দলনেতা), রিফাত নবী (দলগত), মো. তানবিন ইসলাম সিয়াম (দলগত) ও শাবাব মুস্তাফা (দলগত)। এ ছাড়া সমাজসেবায় মোহাম্মদ ইউসুফ চৌধুরী (মরণোত্তর), সাংবাদিকতা ও মানবাধিকারে মাহমুদুর রহমান, ভাষা ও সাহিত্যে হেলাল হাফিজ (মরণোত্তর) ও শহীদুল জহির (মো. শহিদুল হক) (মরণোত্তর), সংস্কৃতি ও শিক্ষায় ড. শহিদুল আলম এবং ক্রীড়ায় বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।
একুশে পদক হাতে ফটোসেশনে বাংলাদেশ নারী ফুটবল দল
একুশে পদক নিচ্ছেন অভ্র কীবোর্ডের উদ্ভাবক মেহেদী হাসান খান এবং তার বন্ধুরা
480446874_8983741678404552_652612975711296714_n
ড. নিয়াজ জামানের হাতে পদক তুলে দিচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
সংস্কৃতি ও শিক্ষায় অবদানের জন্য ড. শহিদুল আলমের হাতে পদক তুলে দিচ্ছেন প্রধান উপদেষ্টা
474747903_2962921347214356_6076484837423250422_n
479743953_987009302776771_695785495307924813_n
চিত্রশিল্পী রোকেয়া সুলতানার হাতে একুশে পদক তুলে দিচ্ছেন প্রধান উপদেষ্টা
476882653_1019267400253200_8912850546534743848_n
সাংবাদিকতা ও মানবাধিকার বিষয়ে অবদানের জন্য মাহমুদুর রহমানের হাতে একুশে পদক তুলে দিচ্ছেন প্রধান উপদেষ্টা
480381730_1124065962535498_4439111161505347085_n
আলোকচিত্রী নাসির আলী মামুনের হাতে পদক তুলে দিচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
সঙ্গীতশিল্পী ফেরদৌস আরার হাতে পদক তুলে দিচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
477842382_2149853762152542_2922313713294131485_n
480829923_638289135560089_4687293555204208184_n
.