নৌ নিরাপত্তার জন্য নদীতে মোবাইল কোর্ট বাড়ানো হবে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনে নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কার্য-অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এই এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, আমাদের দেশের দুই-তৃতীয়াংশ মানুষ নদীর ওপর নির্ভরশীল। মাছ ধরা থেকে শুরু করে পণ্য পরিবহন অনেক কিছুই নদীর মাধ্যমে হয়ে থাকে। সেই জায়গা থেকে ডিসিরা নদীর নাব্যতা, নৌ নিরাপত্তা, ঘাট ও স্থলবন্দরের কথা বলেছেন। সেগুলো আমরা দেখছি এবং করছি। আমরা তাদের নদীতে মোবাইল কোর্ট বাড়ানোর কথা বলেছি।
তিনি বলেন, শ্রম মন্ত্রণালয়ের বিষয়ে তাদের শিশুশ্রম বন্ধ করা ও তাদের পুনর্বাসনের বিষয়ে জানিয়েছেন। এগুলোর জন্য শ্রম মন্ত্রণালয় ইতোমধ্যে বেশকিছু প্রকল্প হাতে নিয়েছে। সেগুলো আমরা তাদের জানিয়েছি। তারপরও কোনও অসুবিধা হলে আমাদের সঙ্গে যোগাযোগের কথা বলেছি।
ড. এম সাখাওয়াত হোসেন বলেন, শ্রম অসন্তোষের ব্যাপারে আমরা বলেছি, আপনারাই সমস্যা চিহ্নিত করবেন, আপনারাই কথা বলবেন। আপনারাই সরকার, আপনারাই কাজ করবেন। আমরা আপনাদের সাহায্য করবো।
বালু মহল নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মানিকগঞ্জ ও মুন্সীগঞ্জে চোরাই বালু উত্তোলনের অভিযোগ এসেছিল। আমি দুই জেলার ডিসিকে বলেছি, তারা ব্যবস্থা নিয়েছেন। মেঘনা নদীর জন্য কুমিল্লার ডিসিকেও বলেছি।
নির্বাচন কমিশন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন কমিশন মাঠে গিয়ে নির্বাচন করে না। নির্বাচন কমিশন একটি পলিসি দেয়, ফ্রেম ওয়ার্ক দেয়, সুপারভিশন করে। কিন্তু যেই মুহূর্তে নির্বাচনের তারিখ ঘোষণা হয়ে যায়, তারপর নির্বাচনের কমিশনের আইনগতভাবে আর কিছু করার নেই। তখন দায়িত্ব যায় রিটার্নিং কর্মকর্তাদের কাছে। এসময় আগামী নির্বাচন ভালো হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।