সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনার প্রাথমিক তদন্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়ার সময় একদিন বাড়ানো হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) জমা দেওয়ার কথা থাকলেও সেটি মঙ্গলবার (৩১ ডিসেম্বর) জমা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নাসিমুল গনি। সোমবার (৩০ ডিসেম্বর) বিকালে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
স্বরাষ্ট্র সচিব ড. নাসিমুল গনি বলেন, ‘সচিবালয়ে আগুনের ঘটনায় প্রাথমিক রিপোর্ট দেওয়ার জন্য ৩০ ডিসেম্বর (সোমবার) সময় দেওয়া হয়েছিল। ক্যাবিনেট থেকে সময় একদিন বাড়িয়ে দেওয়ার অনুমতি নিয়েছি। কিছু টেস্ট আজকে রাতেও হবে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) আবার বসবো। এরপরই বিকালের মধ্যে প্রাথমিক রিপোর্ট জমা দেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘উচ্চ পর্যায়ের কমিটি করা হয়েছে। অনেক দল একসঙ্গে কাজ করছে। সেনাবাহিনী, পিডব্লিউডি, বুয়েটের টিম, পুলিশ, আইসিটির লোকজন কাজ করছেন। এই ৫টি টিম থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে সেগুলো আলোচনা ও কো-রিলেট করে একটি উপসংহারে পৌঁছার চেষ্টা করছি।’
প্রসঙ্গত, গত ২৫ ডিসেম্বর দিবাগত মধ্যরাতে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগে। এতে ৫টি মন্ত্রণালয়ের অন্তত ২০০ কক্ষ পুড়ে ছাই হয়ে যায়।