বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সমর্থন জানিয়ে ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আবদুল্লাহ আল হামৌদি বলেছেন, বাংলাদেশের লজিস্টিক, বন্দর, বিমান ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ করতে আমিরাতের শীর্ষ সংস্থাগুলো আগ্রহী।
মঙ্গলবার (২৯ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের আদালতে দোষী সাব্যস্ত ও সাজাপ্রাপ্ত ৫৭ বাংলাদেশিকে মুক্তি দেওয়ার জন্য সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা।
রাষ্ট্রদূত আল-হামৌদি ‘দেশের সংকটময় সময়ে’ বাংলাদেশের প্রতি তার সরকারের সমর্থন ব্যক্ত করেছেন। তিনি বলেন, ‘সংযুক্ত আরব আমিরাত অন্তর্বর্তী সরকার এবং তার ব্যবসা-প্রতিষ্ঠান নীতি এবং সংস্কার এজেন্ডার পাশে থাকবে।’
আবদুল্লাহ আলী আবদুল্লাহ আল হামৌদি বলেন, ‘বিশ্বের অন্যতম বড় বন্দর অপারেটর ডিপি ওয়ার্ল্ড এবং আবুধাবি বন্দর বিশ্বের কাছে দেশের রফতানি প্রতিযোগিতা বাড়াতে চট্টগ্রাম বন্দরে বিনিয়োগ করতে আগ্রহী।’
তিনি বলেন, ‘সংযুক্ত আরব আমিরাতের আরেকটি শীর্ষ সংস্থা মাসদারও ভাসমান সৌর প্রকল্পসহ পুনঃনবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ করতেও আগ্রহী।’
‘তার গভর্নর ইতোমধ্যে ব্যবসাবান্ধব নীতি প্রণয়ন করেছেন। আরব আমিরাত থেকে আরও বিনিয়োগ এলে আমরা খুশি হবো’- বলেন ড. মুহাম্মদ ইউনূস।