জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হলেন সারজিস

ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রেক্ষাপটে গঠিত ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এর সাধারণ সম্পাদক করা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলমকে। আর আন্দোলনে নিহত মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে করা হয়েছে প্রধান নির্বাহী কর্মকর্তা, যাকে প্রথম বৈঠকে ফাউন্ডেশনের সেক্রেটারি করার সিদ্ধান্ত হয়েছিল। সোমবার (২১ অক্টোবর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের বোর্ড সভায় সভাপতিত্ব  করেন। এদিন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের নির্বাহী পরিষদের দ্বিতীয় সভা হয়। 

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের বোর্ড সভা (ছবি: পিআইডি)

প্রধান উপদেষ্টার প্রেস উইং-এর বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবামূলক এবং জনকল্যাণমূলক বেসরকারি সংস্থা। ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের পরিবারকে আর্থিক ও মানবিক সহায়তা, পরিবারের সদস্যদের কর্মসংস্থান বা অন্য কোনও উপযুক্ত সুবিধা এবং আহত বা পঙ্গুত্ববরণকারী ব্যক্তিদের ওষুধপত্রসহ প্রয়োজনীয় চিকিৎসা সেবা, কর্মসংস্থান, আর্থিক ও মানবিক সহায়তা বা অন্য কোনও উপযুক্ত সুবিধা দেওয়া এই ফাউন্ডেশনের প্রধান লক্ষ্য।

এর আগে ১২ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠনের সিদ্ধান্ত হয়। ড. মুহাম্মদ ইউনূসকে সভাপতি ও আন্দোলনে নিহত মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে এ ফাউন্ডেশনের সেক্রেটারি করার সিদ্ধান্ত হয়। প্রাথমিকভাবে সাত জন সদস্যের নাম চূড়ান্ত করা হয়। এ কমিটির মোট সদস্য ২১ জন থাকবে বলে জানানো হয় তখন। 

আরও পড়ুন- ড. ইউনূসকে সভাপতি ও মুগ্ধর ভাইকে সেক্রেটারি করে ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’