প্রতিবছর নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সময়ে কমনওয়েলথভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক টুইট বার্তায় জানানো হয়, এবারের বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন রোহিঙ্গা সমস্যা নিয়ে কথা বলেছেন এবং এই সমস্যা গোটা অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে আশঙ্কা প্রকাশ করেছেন।
নিউ ইয়র্ক স্থানীয় সময় সোমবার (২৩ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে কমনওয়েলথ মন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে এক পোস্টে এ তথ্য জানানো হয়।
কমনওয়েলথ মন্ত্রীদের বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, রোহিঙ্গা সংকট শুধু বাংলাদেশের একার উদ্বেগের বিষয় নয়। মিয়ানমারের জনগণ যে সংকটের সম্মুখীন হয়েছে, তা আশপাশের অঞ্চলে ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এই ইস্যুতে কাজ করা।
প্রসঙ্গত, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সোমবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক এবং মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি রিচার্ড ভার্মার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তৌহিদ হোসেন।