জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে তিন সদস্যের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করে।
বাংলাদেশ সরকারের অনুরোধের পরিপ্রেক্ষিতে জাতিসংঘের এই দলটি ১ জুলাই থেকে ১৫ আগস্ট সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের সুষ্ঠু তদন্ত, কারণ নির্ণয় ও সুপারিশ প্রদান করবে।
এর আগে ৮ আগস্ট দায়িত্ব গ্রহণের পর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনার ভলকার টুর্ককে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পাঠানোর জন্য অনুরোধ করেন।