জনপ্রশাসন মন্ত্রণালয়ে ফেরানো হলো দুই বিভাগীয় কমিশনারকে

ঢাকার বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম ও রংপুরের বিভাগীয় কমিশনার মো. জাকির হোসেনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ফিরিয়ে আনা হয়েছে। এ দুই বিভাগীয় কমিশনারকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ আদেশ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। 

উল্লেখ্য, বিসিএস ১৫ ব্যাচের কর্মকর্তা সাবিরুল ইসলাম ২০২৩ সালের ৬ এপ্রিল ঢাকার বিভাগীয় কমিশনার হিসেবে যোগ দেন। এরআগে তিনি রংপুরের বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। অপরদিকে মো. জাকির হোসেন চলতি ২০২৪ সালের ২ এপ্রিল রংপুরের বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব নেন।

সারাদেশে আটটি বিভাগে অতিরিক্ত সচিব পদমর্যাদার আটজন বিভাগীয় কমিশনার রয়েছেন। অন্যদেরও ফিরিয়ে আনা হবে বলে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।