জেলা প্রশাসক (ডিসি) পদে পদায়নে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে সচিবালয়ে হট্টগোল করেছেন উপসচিব পর্যায়ের কিছু কর্মকর্তা। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ে হট্টগোল করেন তারা।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কে এম আলী আযমের কক্ষে গিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান এসব কর্মকর্তা।
গত দুই দিনে দেশের ৫৯ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ করেছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ৩৪ জনকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট করে প্রজ্ঞাপন জারি করা হয়। এরপরই উপসচিব পর্যায়ের বেশ কিছু কর্মকর্তা হট্টগোলের সৃষ্টি করেন।
বিএনপি ও জামায়াতপন্থি কর্মকর্তাদের অভিযোগ, নতুন পদায়ন পাওয়া কর্মকর্তাদের বেশির ভাগই বিগত হাসিনা সরকারের ফিটলিস্টের কর্মকর্তা এবং বিগত সরকারের সুবিধাভোগী।
অভিযোগ তুলে কর্মকর্তারা দাবি করেন, আর্থিক লেনদেনের মাধ্যমে এসব কর্মকর্তাকে জেলা প্রশাসক হিসেবে নিয়োগ করা হয়েছে।
দীর্ঘ সময় হট্টগোলের পর নিজেদের বঞ্চিত দাবি করা কর্মকর্তারা মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে দেখা করে গত দুই দিনে জারি করা প্রজ্ঞাপন বাতিলের দাবি জানান। তারা বলেন, মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন তাদের দাবির বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন।
এদিকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও উপদেষ্টা আলী ইমাম মজুমদারকে মন্ত্রিপরিষদ সচিব প্রজ্ঞাপন বাতিলের বিষয়টি জানিয়েছেন।
জেলা প্রশাসক হিসেবে নিয়োগবঞ্চিত দাবি করা নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, প্রজ্ঞাপন দুটি বাতিল করে নতুনভাবে পদায়ন হতে পারে।