আরও ৮ হাজার রোহিঙ্গা এসেছে বাংলাদেশে

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, আমাদের কাছে তথ্য আছে প্রায় ৮ হাজার রোহিঙ্গা ঢুকে গেছে। এটা কীভাবে ঠেকানো যায় আমাদের চেষ্টা করতে হবে। আমরা নীতিগতভাবে নতুন করে কোনও রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার পক্ষে না। উপদেষ্টা পরিষদের সভায় এটা নিয়ে আগামী দুই-তিন দিনের মধ্যে সিরিয়াস আলোচনা হবে। 

‘রোহিঙ্গারা এখনও বাংলাদেশে প্রবেশ করছে কিনা’—এ প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা এসব তথ্য জানান। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি এসব কথা বলেন।

রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত সিল করা হয়েছে কিনা এমন প্রশ্নের উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, যেকোনও সীমান্ত সিল করা কঠিন। আমরা এটা স্বীকার করি। এখানে অনেক সোর্স কাজ করে, স্থানীয় লোকজনেরও কারও কারও স্বার্থ জড়িত আছে। সব মিলিয়ে এই অনুপ্রবেশ ঘটে। সেটা আমাদের চেষ্টা করতে হবে আটকানোর।

যুক্তরাষ্ট্রের ভিসানীতির কারণে দুই দেশের সম্পর্কে কোনও প্রভাব পড়বে না বলেও জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, আমি মনে করি মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসানীতি আমাদের সুসম্পর্কের ক্ষেত্রে কোনও বাধা হয়ে দাঁড়াবে না। কারণ তারা সাধারণ ভিসা প্রার্থীদের কোনও বাধা দিচ্ছে না। একটি বিশেষ ক্যাটাগরিতে তাদের আইন অনুযায়ী (ভিসানীতি) করছে। এটা আমাদের সম্পর্কের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে না।

এর আগে সকালে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের হিউম্যানিটারিয়ান অ্যান্ড টেকনিক্যাল সহযোগিতা বিষয়ক মহাপরিচালক রাষ্ট্রদূত কোরহান কারাককের নেতৃত্বে একটি প্রতিনিধিদল এবং ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি বৈঠক করেন।