স্পিকারের পদত্যাগ কার্যকর

সদ্যবিলুপ্ত দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার পদ থেকে ড. শিরীন শারমিন চৌধুরীর পদত্যাগের চিঠি গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ সোমবার (২ সেপ্টেম্বর) পদত্যাগপত্র পাওয়ার পর বিকালেই তা গ্রহণ করে এ বিষয়ে রাষ্ট্রপতির কার্যালয় থেকে গেজেট প্রকাশ করা হয়।

আজ থেকেই স্পিকারের পদত্যাগ কার্যকর ধরা হয়েছে। 

আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘পদত্যাগ’ করে ভারতে চলে যান। এরপর রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন। পরে সেনাবাহিনী তত্ত্বাবধানে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। 

আরও পড়ুন- 

পদত্যাগ করেছেন স্পিকার

স্পিকার ও ডেপুটি স্পিকার এখনও ‘বহাল’