শিক্ষকদের ভ্রান্ত ধারণা রয়েছে, আন্দোলন করে টায়ার্ড হলে বলবো: প্রধানমন্ত্রী

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলন বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাদের দাবি পাঠিয়েছে। সেখানে তাদের ভ্রান্ত ধারণাও আছে। সেগুলো আমার মার্ক করা আছে। এর মধ্যে তুলতে চাই না। আমার কাছে লেখা আছে। তাদের (শিক্ষক) ভুল ধারণা সেখানে ফান্ড (পেনশন ফান্ড) আছে। এখানে ফান্ড বলে কিছুই নাই।

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে ৮ থেকে ১০ জুলাই দেশটিতে দ্বিপক্ষীয় সফর শেষে রবিবার (১৪ জুলাই) বিকালে সরকারি বাসভবন গণভবনে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, পেনশনটা দেওয়া হচ্ছে যারা আমাদের ট্যাক্স দেয়, তাদের টাকা থেকেই দেওয়া হয়। আমরা সর্বজনীন পেনশন স্কিম করতে যাচ্ছি সবার জন্য। তাদের অনেকগুলো ভুল ধারণা। এত বিস্তারিত বলতে গেলে অনেক সময় লাগবে। পেনশন নিয়ে তাদের ধারণা এত বিভ্রান্তিকর! এর মধ্যে দুই একটা জিনিস আছে, সেটা ২৪ না ২৫, ওটা ঠিক করে দেওয়া হয়েছে। কোনও ব্যাপার না।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি: ফোকাস বাংলা)

তিনি বলেন, আর কয়েকটি বিষয় আমি দেখে রেখেছি। মার্ক করে রেখেছি। সেগুলো আমরা দেবো। তবে আন্দোলন তারা চালাতেই থাক, চালাতে চালাতে যখন টায়ার্ড হবে তখন বলবো, তার আগে বলবো না। বলার দরকারটা কী?

শেখ হাসিনা বলেন, সাংবাদিকদের আজ কারও চাকরি না থাকলে কাল কিছুই করার নেই। কোথায় যাবে তারা, তার পরিবার কোথায় যাবে? সেক্ষেত্রে এটা এমনভাবে করা। আপনারা সবাই এর সঙ্গে যুক্ত হন।