ফিলিস্তিনে ইসরায়েলের দখলদারিত্ব নিয়ে মামলার রায় আগামী শুক্রবার

ফিলিস্তিনে ইসরায়েলের দখলদারিত্ব অবৈধ এবং আন্তর্জাতিক আইনের লংঘন বিষয়ে জাতিসংঘের নিয়ন্ত্রণাধীন আন্তর্জাতিক বিচার প্রতিষ্ঠান আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে (আইসিজে) চলমান মামলার রায় হবে আগামী শুক্রবার (১৯ জুলাই)। 

আজ শুক্রবার (১২ জুলাই) কোর্টের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী শুক্রবার (১৯ জুলাই) কোর্ট তার অ্যাডভাইজরি মতামত দেবে। 

এর আগে গত ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ কোর্টে তার মতামত দেয়। এসময় বলা হয়, ইসরায়েল আন্তর্জাতিক আইনের লংঘন করছে এবং প্যালেস্টাইনে ইসরায়েলের দখলদারিত্ব অবৈধ। একইসঙ্গে অবিলম্বে ফিলিস্তিন থেকে সবধরনের বাহিনী প্রত্যাহার ও আর্থিক ক্ষতিপূরণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার। 

উল্লেখ্য, জন্মলগ্ন থেকেই ফিলিস্তিন এবং এর জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ। জাতিসংঘ বা যেকোনও আন্তর্জাতিক ফোরামে ফিলিস্তিন ইস্যুতে ঢাকা সবসময় সরব ভূমিকা পালন করে থাকে।