বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে থেকে ১৫৫ কোটি টাকার টোল আদায়

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জাতীয় সংসদে জানান, বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে (ধলেশ্বরী ও ভাংগা অংশ) থেকে ১৫৫ কোটি ৩৯ লাখ ৪৭ হাজার টাকার টোল আদায় করা হয়েছে চলতি অর্থবছরে (২০২৩-২৪)। আজ বৃহস্পতিবার (২৭ জুন) কুমিল্লা-৮ আসনের সরকার দলীয় এমপি আবু জাফর মোহাম্মদ শফি উদ্দিনের প্রশ্নের জবাবে তিন এই তথ্য দেন।

সড়ক পরিবহন মন্ত্রী জানান, সড়ক ও জনপথ অধিদফতরের আওতাধীন টোল আদায় করা মহাসড়কের সংখ্যা ৪টি। যেগুলোতে চলতি অর্থবছরে ১৮৪ কোটি ৩৭ লাখ ২৪ হাজার টাকা আদায় করা হয়েছে। এর মধ্যে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে (ধলেশ্বরী ও ভাংগা অংশ) ১৫৫ কোটি ৩৯ লাখ ৪৭ হাজার, ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের রুস্তমপুর টোল প্লাজায় ১৫ কোটি ২৩ লাখ ৮৮ হাজার, নাটোরের হার্টিকামরুল-বনপাড়া সড়কে ১১ কোটি ৪৫ হাজার এবং চট্টগ্রামের পোর্ট একসেস রোডে ২ কোটি ৭৩ লাখ ৪৪ হাজার টাকা।

নোয়াখালী-৩ আসনের সরকার দলীয় এমপি মামুনুর রশীদ কিরনের প্রশ্নের জবাবে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, সেতু বিভাগের আওতাধীন সংস্থা বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতায় ৩টি সেতু থেকে টোল আদায় করা হয়। সেতু তিনটি হলো- যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু সেতু, ধলেশ্বরী নদীর ওপর মুক্তারপুর সেতু ও পদ্মাসেতু।

চলতি অর্থবছরের (২০২৩-২৪) জুলাই থেকে ১৯ জুন পর্যন্ত এসব সেতু থেকে আদায় করা টোলের পরিমাণ হচ্ছে– পদ্মাসেতুতে ৮১১ কোটি ৫৭ লাখ, বঙ্গবন্ধু সেতু ৬৪৮ কোটি ৮৭ লাখ এবং মুক্তারপুর সেতু থেকে ১১ কোটি ৬১ লাখ টাকা।

মামুনুর রশীদের আরেক প্রশ্নের জবাবে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, বাংলাদেশের সড়ক নিরাপত্তায় উন্নয়ন সহযোগী হিসেবে বিশ্বব্যাংকের সহায়তায় সড়ক ‍নিরাপত্তা প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পের প্রাক্কলিত মূল্য ৪ হাজার ৯৮০ কোটি ১৪ লাখ ১৪ হাজার টাকা। যার মধ্যে বিশ্বব্যাংক ৩৭ হাজার ৫৯ কোটি ৮২ লাখ ১৩ হাজার টাকা বিনিয়োগ করবে।