নতুন অর্থবছরে উদ্বোধন হবে ১০০ মডেল মসজিদ

নতুন অর্থবছরে দেশে আরও ১০০টি মডেল মসজিদ উদ্বোধন করা হবে। দেশের সব জেলা ও উপজেলায় ৫৬৪টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের কাজ চলছে। এ পর্যন্ত ৩০০টি মডেল মসজিদ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ জুন) জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট ঘোষণাকালে এই তথ্য জানান অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। নতুন অর্থবছরের জন্য ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ করেন তিনি।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ২০২৪-২৫ অর্থবছরে পরিচালন খাতে ৩৭০ কোটি ও উন্নয়ন খাতে ২ হাজার ২৩২ কোটি টাকা— সব মিলিয়ে ২ হাজার ৬০২ কোটি টাকা বাজেট প্রস্তাব করা হয়েছে। এই মন্ত্রণালয়ে ২০২৩-২৪ অর্থবছরে ছিল পরিচালন খাতে ৩৩৩ কোটি ও উন্নয়ন খাতে ২ হাজার ১৭৬ কোটি টাকা— সব মিলিয়ে বাজেট ২ হাজার ৫০৯ কোটি টাকা। যা গত অর্থবছরের থেকে নতুন অর্থবছরে বেড়েছে ৯৩ কোটি টাকা।

অর্থমন্ত্রী বলেন, সব ধর্মের অনুসারীদের মাঝে ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতা বিকাশের মাধ্যমে উদার ও সাম্প্রদায়িক সম্প্রীতির সর্বজনীন সমাজ প্রতিষ্ঠায় সরকার কাজ করে যাচ্ছে। মুসলিমদের হজের যাবতীয় কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ই-হজ সিস্টেম চালু করা হয়েছে।

বাংলাদেশের হজযাত্রীদের প্রি-অ্যারাইভাল ইমিগ্রেশন বাংলাদেশে সম্পাদনের লক্ষ্যে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে 'মক্কা রোড সার্ভিস' চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে জানান তিনি।

অর্থমন্ত্রী বলেন, সরকারের রূপকল্প হচ্ছে ই-হজ ব্যবস্থাপনার মাধ্যমে ২০৪১ সালের মধ্যে স্মার্ট হজ ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করা।

১০০টি মডেল মসজিদ উদ্বোধনের পরিকল্পনা তুলে ধরে মন্ত্রী বলেন, ইসলামী জ্ঞান ও সংস্কৃতি চর্চা এবং ধর্মীয় নৈতিক শিক্ষা প্রদানের জন্য বাংলাদেশের সকল জেলা ও উপজেলায় ৫৬৪টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের কাজ চলছে। এ পর্যন্ত ৩০০টি মডেল মসজিদ উদ্বোধন করা হয়েছে এবং নতুন অর্থবছরে ১০০টি মডেল মসজিদ উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। এছাড়া সুদমুক্ত ঋণ প্রদানের মাধ্যমে অসচ্ছল ইমাম, সেবাইত ও পুরোহিতসহ সব ধর্মীয় ব্যক্তিত্বকে আর্থিকভাবে স্বাবলম্বী করার কার্যক্রম গ্রহণ করা হচ্ছে এবং মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান, দুস্থ ব্যক্তি, মন্দির, শ্মশান, প্যাগোডা, গির্জা ও উপাসনালয়ের উন্নয়নে অনুদান প্রদান এবং অবকাঠামো উন্নয়নের কার্যক্রম অব্যাহত আছে।