স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট বেড়েছে

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা ও সুরক্ষা বিভাগে (পরিচালনা ও উন্নয়ন) গত অর্থবছরের (২০২৩-২৪) তুলনায় এবার ২০২৪-২৫ অর্থবছরে ২ হাজার ২০৮ কোটি টাকা বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৬ জুন) জাতীয় সংসদে ২০২৪-২৫ সালের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

এবার ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেটে জননিরাপত্তা ও সুরক্ষা বিভাগের (পরিচালনা ও উন্নয়ন) জন্য মোট বরাদ্দ দেওয়া হয়েছে ৩১ হাজার ১৪ কোটি টাকা। এর আগে গত অর্থবছরে প্রস্তাবিত বাজেট দেওয়া হয়েছিল ২৯ হাজার ৮৫৮ কোটি টাকা। তবে খরচ (সংশোধিত) করা হয়েছে ২৮ হাজার ৮০৬ কোটি টাকা।

এবারের প্রস্তাবিত বাজেটে জননিরাপত্তা বিভাগে ২৬ হাজার ৮৭৭ কোটি টাকা ও সুরক্ষা বিভাগে ৪ হাজার ১৩৭ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।