‘অনগ্রসর মানুষকে উন্নয়নের মহাসড়কে তুলে এনেছেন শেখ হাসিনা’

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্ব গ্রহণের আগে বেদে সম্প্রদায়ের জীবন কতটা মানবেতর ছিল তা তাদের ইতিহাস না পড়লে মানুষ তা জানতেই পারতো না। সমাজের অনগ্রসর মানুষকে উন্নয়নের মহাসড়কে তুলে এনেছেন শেখ হাসিনা।

সোমবার (১২ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলার ২২৪-২২৫ নম্বর স্টলে আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমানের লেখা ‘প্রেম পুরান’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, ‘বই থেকে বড় বন্ধু আর কেউ নেই। বইটির লেখক বেদে জাতির ইতিহাসকে অত্যন্ত সাবলীলভাবে তুলে ধরেছেন।’

মো. শামসুল হক টুকু বলেন, ‘বই ও ভাষা মানুষকে নিজস্ব কৃষ্টি-কালচার রক্ষায় সব থেকে বেশি সহায়তা করে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিষয়টি উপলব্ধি করে ভাষা আন্দোলনের মাধ্যমে জাতীয়তাবাদী চেতনা জাগ্রত করার মধ্য দিয়ে দেশকে স্বাধীনতার পথে এগিয়ে নিয়েছেন। এর ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি অর্জন ও আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করে সারা বিশ্বে বাংলা ভাষাকে নিয়ে গিয়েছেন অনন্য উচ্চতায়।’

তিনি বলেন, ‘মানুষ বই পড়ায় মনোযোগী হলে সমাজ থেকে অপসংস্কৃতি, কুসংস্কার ও অপরাজনীতি দূর হবে। লেখকদের উচিৎ সমাজের বিভিন্ন জাতি গোষ্ঠী নিয়ে গবেষণাভিত্তিক বই প্রকাশ করে তাদের জীবন আলোকিত করা।’

অনুষ্ঠানে বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানির সাবেক চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।