সামিনা নাজ মিশরে নতুন রাষ্ট্রদূত

মিশরে নতুন রাষ্ট্রদূত হিসেবে সামিনা নাজকে নিয়োগ দিয়েছে সরকার। তিনি ভিয়েতনামের রাষ্ট্রদূত ছিলেন। মিশরে তিনি বর্তমান রাষ্ট্রদূত মোহাম্মাদ মনিরুল ইসলামের স্থলাভিষিক্ত হবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৫তম বিসিএস কর্মকর্তা সামিনা নাজ ১৯৯৫ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। তিনি মুম্বাইতে ডেপুটি হাইকমিশনার ছিলেন। তিনি নেদারল্যান্ড, দিল্লি ও নিউইয়র্কে জাতিসংঘ স্থায়ী প্রতিনিধির অফিসে কাজ করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতক ডিগ্রিধারী সামিনা নাজ দেশে ও বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করেছেন।