মামলাটিতে রাষ্ট্রপক্ষের বিশেষ পাবলিক প্রসিকিউটর মাহমুদা আক্তারের আবেদনের প্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেন। এ বিষয়ে পুনঃতদন্ত প্রতিবেদন তৈরি করে ২৩ মার্চের মধ্যে আদালতে জমা দিতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেসনকে নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য,গত বছরের ১৪ এপ্রিল সন্ধ্যায় বাংলা নববর্ষের উৎসবের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের ফটকে ভিড়ের মধ্যে একদল যুবক নারীদের ওপর চড়াও হয়। প্রথমে পুলিশ ঘটনাটি এড়াতে চাইলেও বিভিন্ন ছাত্র ও নাগরিক সংগঠনের দাবির মুখে এবং উচ্চ আদালতের নির্দেশে মামলা এবং তদন্তের উদ্যোগ নেয়।
/টিএইচ/এসএম/