নারায়ণগঞ্জে বিস্ফোরণ: আহতদের চিকিৎসার নির্দেশ

নারায়ণগঞ্জের বিস্ফোরণের ঘটনায় আহতদের প্রয়োজনীয় চিকিৎসার নির্দেশ দিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। পাশাপাশি দুর্ঘটনায় নিহত ও আহতদের প্রতি গভীর দুঃখপ্রকাশ করা হয়। শুক্রবার (১২ নভেম্বর) জ্বালানি বিভাগের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শুক্রবার সকাল ৭টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লায় লালখাঁ মোড়ে একটি পাঁচতলা ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে গ্যাস লিকেজ থেকে দুর্ঘটনা ঘটতে পারে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় অন্তত দু’জন মারা গেছেন। দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন আছে শিশুসহ আরও ৯ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নারায়ণগঞ্জ বিস্ফোরণের ঘটনায় প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এবং জালানি বিভাগের সিনিয়র সচিব মো. আনিছুর রহমান পৃথক শোকবার্তায় নিহতদের রুহের মাগফেরাত কামনা করে পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একইসঙ্গে আহতদের প্রয়োজনীয় চিকিৎসার নির্দেশ দিয়েছেন।

জানা যায়, এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে আহ্বায়ক করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।