গত সপ্তাহে এই সাক্ষাতে রোম স্ট্যাটুট, আন্তর্জাতিক বিচারিক প্রক্রিয়া ও কোর্টের স্বাধীন ম্যান্ডেটের প্রতি বাংলাদেশের সমর্থনের জন্য ফেতু বেনসুদা ধন্যবাদ জানান।
উল্লেখ্য আন্তর্জাতিক অপরাধ আদালত নেদারল্যান্ডের হেগে অবস্থিত। মিয়ানমারের সামরিক জান্তাদের হাতে রোহিঙ্গা নির্যাতনের অপরাধ তদন্ত করছেন ফেতু বেনসুদা এবং তার দল।