আইসিসি’র প্রধান আইনজীবীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আইসিসি’র প্রধান আইনজীবীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎআন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান আইনজীবী ফেতু বেনসুদার সঙ্গে দেখা করেছেন নেদারল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ। আন্তর্জাতিক অপরাধ আদালতের এক টুইট বার্তায় জানানো হয়, হামিদুল্লাহকে তার অফিসে স্বাগত জানান ফেতু বেনসুদা।

গত সপ্তাহে এই সাক্ষাতে রোম স্ট্যাটুট, আন্তর্জাতিক বিচারিক প্রক্রিয়া ও কোর্টের স্বাধীন ম্যান্ডেটের প্রতি বাংলাদেশের সমর্থনের জন্য ফেতু বেনসুদা ধন্যবাদ জানান।

উল্লেখ্য আন্তর্জাতিক অপরাধ আদালত নেদারল্যান্ডের হেগে অবস্থিত। মিয়ানমারের সামরিক জান্তাদের হাতে রোহিঙ্গা নির্যাতনের অপরাধ তদন্ত করছেন ফেতু বেনসুদা এবং তার দল।