পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন (ফাইল ছবি)ভারতের একটি দৈনিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি রিসালদার মোসলেহউদ্দিন আহমেদের ধরা পড়ার বিষয়ে সংবাদ প্রকাশিত হলেও বাংলাদেশ এখন পর্যন্ত কিছু জানে না। এ বিষয়ে জানতে চাইলে বুধবার (২২ এপ্রিল) রাতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এ বিষয়ে অফিসিয়ালি কিছু পাই নাই। আমরা আমাদের মিশনে (ভারতে) বলেছিলাম যোগাযোগ করার জন্য এবং তারা যোগাযোগ করছে। এরপর তারা আর কিছু জানায়নি।’
ভারতের সংবাদমাধ্যমে ধরা পড়ার বিষয় প্রকাশ প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি আমরা এখনও কিছু জানি না, তবে জানবো।’
এর আগে, গত সোমবার ভারতের একটি সংবাদমাধ্যমে মোসলেহউদ্দিন আহমেদের ধরা পড়ার বিষয়ে সংবাদ প্রকাশিত হয়। এর পরপরই কলকাতা ও দিল্লিতে বাংলাদেশ মিশন ইতোমধ্যে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ শুরু করে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।