বঙ্গবন্ধুর খুনি মোসলেহউদ্দিন বিষয়ে ভারতের সঙ্গে যোগাযোগ করেছে বাংলাদেশ

বঙ্গবন্ধুর খুনি মোসলেহউদ্দিনভারতের একটি পত্রিকায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি রিসালদার (বরখাস্ত) মোসলেহউদ্দিন আহমেদের ধরা পড়া সম্পর্কে সংবাদ প্রকাশের পরে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে বাংলাদেশ।  এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা সরকারিভাবে বিষয়টি জানি না। আমি আমার অফিসকে বলেছি এ বিষয়ে বিস্তারিত খবর নিয়ে আমাকে জানাতে।’

বাংলাদেশ এ বিষয়ে ভারতের সঙ্গে যোগাযোগ করেছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘অবশ্যই। আমি জানতে পারলে আপনাদের জানাবো।’

এদিকে কলকাতা ও দিল্লিতে বাংলাদেশ মিশন ইতোমধ্যে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ শুরু করেছে বলে একাধিক সূত্র জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘আমরা ব্যস্ত ছিলাম ভারত থেকে বাংলাদেশিদের ফেরত পাঠানোর বিষয়ে। হঠাৎ করে এই খবরে আমরা তাদের সঙ্গে যোগাযোগ করছি।’

বঙ্গবন্ধুকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদের ফাঁসি সম্প্রতি কার্যকর করেছে বাংলাদেশ সরকার। সে ভারতে পালিয়ে ছিল। আজ সোমবার কলকাতাভিত্তিক আনন্দবাজার পত্রিকার এক বিশেষ প্রতিবেদনে দাবি করা হয়েছে, বঙ্গবন্ধুর আরেক খুনি রিসালদার (বরখাস্ত) মোসলেহ উদ্দিনও ভারতে অবস্থান করছে। সূত্রের বরাতে আনন্দবাজার পত্রিকা বলছে, ভারতীয় গোয়েন্দাদের সহযোগিতায় মোসলেহ উদ্দিন এরইমধ্যে আটক হয়ে থাকতে পারে। আরেকটি সূত্র অবশ্য বলছে, মাজেদের ফাঁসি কার্যকরের পরপরই আত্মগোপনে চলে গেছে সে।

আরও পড়ুন- 

বঙ্গবন্ধুর আরেক খুনি মোসলেহ উদ্দিন ভারতে আটক?