বাংলাদেশের কাছে হাইড্রোক্সিক্লোরোকুইন ট্যাবলেট চায় মালয়েশিয়া

হাইড্রোক্সিক্লোরোকুইন ট্যাবলেট (ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত)

করোনাভাইরাসের সঙ্গে ম্যালেরিয়ার উপদ্রব থাকায় বাংলাদেশ থেকে হাইড্রোক্সিক্লোরোকুইন ট্যাবলেট আমদানি করতে চায় মালয়েশিয়া। এজন্য আঞ্চলিক সহযোগিতার অংশ হিসাবে হাইড্রোক্সিক্লোরোকুইন ট্যাবলেট রফতানির ওপর বাংলাদেশের দেওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য অনুরোধ করেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটি। সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনকে লেখা এক পত্রে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী হিসামুদ্দিন তুন হুসেন এ অনুরোধ জানান। পরে পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

চিঠিতে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী জানান, হাইড্রোক্সিক্লোরোকুইন ট্যাবলেট মালয়েশিয়ায় করোনা রোগীর চিকিৎসায় গুরুত্বপূর্ণ। তিনি বর্তমান পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ ও মালয়েশিয়ার একত্রে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। মালয়েশিয়ার নাগরিকদের সে দেশে ফেরত পাঠানোর ক্ষেত্রে সহযোগিতার জন্য মোমেনকে ধন্যবাদ জানান তিনি।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনাভাইরাস সংক্রমণে উদ্ভূত পরিস্থিতিতে মালয়েশিয়া সরকার সেদেশের প্রবাসী বাংলাদেশিদের সার্বিক সহযোগিতা করছে। এ বিষয়ে মালয়েশিয়া সরকার কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।