শনিবার (১৮ এপ্রিল) ঢাকায় ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে বাংলাদেশ প্রাইভেট মেডিক্যাল কলেজ অ্যাসোসিয়েশনে সভাপতি মুবিন খান ও ওয়ালটনের প্রতিনিধি পিপিইগুলো পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের কাছে হস্তান্তর করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
সিলেটের ওসমানী মেডিক্যাল কলেজ, শহীদ শামসুদ্দীন হাসপাতাল, হার্ট ফাউন্ডেশন, কিডনি ফাউন্ডেশন ও বক্ষব্যাধী হাসপাতালের জন্য পিপিই দেওয়া হবে। পিপিই-এর মধ্যে রয়েছে, কেএন-৯৫ মাস্ক, ক্যাটেগরি-৩ টাইরয়েড স্যুট, সার্জিকাল গ্লাভ্স, গগলজ, স্যু কাভার। এছাড়া ওয়ালটনের পক্ষ থেকে কিছু পৃথক হেডশিল ও হেড গিয়ার দেওয়া হয়।