দশম ডি-৮ সম্মেলন ঢাকায়

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ডি-৮ মহাসচিব জাফর কু শারি (ছবি: বাসস)আটটি বড় মুসলিম দেশের সংগঠন ডি-৮-এর দশম সম্মেলন আয়োজন করবে বাংলাদেশ। আগামী এপ্রিলের তৃতীয় সপ্তাহে ঢাকায় এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

ডি-৮ মহাসচিব জাফর কুশারি বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় ঢাকায় সম্মেলন অনুষ্ঠানের বিষয়টি চূড়ান্ত হয়।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফ করেন।
তিনি বলেন, ‘ডি-৮-এর আগামী ঢাকা সম্মেলনে বাংলাদেশকে জোটের পরবর্তী চেয়ারম্যান করা হবে, যা কাকতালীয়ভাবে ২০২০ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের সঙ্গে মিলে গেছে।’
ডি-৮ মহাসচিব সংগঠনের সদস্য দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নের জন্য পারস্পরিক সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, ‘ঢাকা সম্মেলনে ২০৩০ সালের এজেন্ডার সঙ্গে সংগতি রেখে নতুন উদ্যোগ ও ধারণা গ্রহণ করা হবে।’
ডি-৮ মহাসচিব প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উদীয়মান অর্থনীতির ভূয়সী প্রশংসা করেন। বলেন, ‘বাংলাদেশ অন্যান্য দেশের জন্য অনুকরণীয় উন্নয়নের মডেল হতে পারে।’ তিনি ডি-৮ সদস্য দেশগুলোর জন্য বাংলাদেশের একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল বরাদ্দেরও দাবি জানান।
শেখ হাসিনা এতে ইতিবাচক সাড়া দিয়ে বলেন, ‘বর্তমানে আমরা ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছি। সেখান থেকে ডি-৮ সদস্য দেশগুলোর জন্য ভূমি বরাদ্দ দেওয়া যেতে পারে।’
ডি-৮ মহাসচিবকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী তার গতিশীল নেতৃত্বের জন্য ধন্যবাদ জানান।
তিনি বলেন, ‘আমরা আরও উন্নয়নের জন্য সদস্য দেশগুলোর মধ্যে অভিজ্ঞতা বিনিময় করতে পারি।’
প্রধানমন্ত্রী ও মহাসচিব উভয়েই ডি-৮ সদস্য দেশগুলোর মধ্যে কানেকটিভিটি সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ডি-৮ সদস্যভুক্ত দেশগুলো হচ্ছে বাংলাদেশ, মিসর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্ক। বাসস।