বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বেলা ১২টার দিকে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তিনি এ কথা বলেন। যে ফেসবুক আইডি থেকে স্ক্রিনশট ছড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে সেই আইডির বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘বিষয়টি নিয়ে ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। ভিডিও ফুটেজ থেকে কিছু এভিডেন্স পাওয়া যাচ্ছে।’
উল্লেখ্য, গত ১৮ অক্টোবর নিজের ফেসবুক আইডি হ্যাক হওয়ার অভিযোগে ভোলার বোরহানউদ্দিন থানায় জিডি করেন বিপ্লব চন্দ্র বৈদ্য (২৫) ওরফে শুভ নামের এক যুবক। তার অ্যাকাউন্টের মেসেঞ্জার থেকে ‘মহানবীকে নিয়ে অবমাননাকর বক্তব্য’ ছড়িয়ে সেই ‘স্ক্রিনশট’ ব্যবহার করে গত ২০ অক্টোবর থেকে বোরহানউদ্দিনে উত্তেজনা সৃষ্টির অভিযোগ করা হয়। পুলিশ বিপ্লবের অ্যাকাউন্ট হ্যাকের প্রমাণ পায় এবং দুই জনকে গ্রেফতার করে। তবে ফেসবুকে কথিত বক্তব্যের জেরে একটি পক্ষ উত্তেজনা ছড়ায়। ২০ অক্টোবর বেলা ১১টায় বোরহানউদ্দিন উপজেলা সদরের ঈদগাহ মাঠে প্রতিবাদ সভার ঘোষণা দেওয়া হয়। পুলিশ সেখানে সতর্ক অবস্থান নিলেও একটি গ্রুপ ঈদগাহ ময়দানে প্রবেশ করে মানুষকে উত্তেজিত করতে থাকে এবং পুলিশের ওপর হামলা চালায়। পরে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে পুলিশ টিয়ারশেল, রাবার বুলেট ও গুলি চালায়। এতে চার জন নিহত হন। আহত হন ১০ পুলিশসহ দেড়শতাধিক লোক।
ক্রিকেটারদের সমস্যার সম্মানজনক সমাধান হয়েছে
এদিকে ক্রিকেটারদের দাবি-দাওয়ার বিষয়ে ওবায়দুল কাদের বলেছেন, বিসিবি ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে। সেখানে একটি বোর্ড আছে। বোর্ড সমস্ত কার্যক্রম তদারকি করে। যা ঘটেছিল তার সম্মানজনক সমাধান হয়েছে।
তিনি বলেন, সাকিব আল হাসানের সঙ্গে আমার কথা হয়েছে। দেরিতে হলেও বিষয়টির সমাধান হয়েছে। খেলোয়াড়রা প্রধানমন্ত্রীর দারস্থ হয়েছিলেন। ক্রিকেট বোর্ডের পরিবর্তন হতে পারে কিনা জানতে চাইলে তিনি বলেন, বোর্ডের পরিবর্তন চাইলে সেটা প্রধানমন্ত্রী করবেন।
ওবায়দুল কাদের বলেন, শুধু বিসিবির সভাপতি নয়, যে কারও বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে। কেউ আইনের ঊর্ধ্বে নয়।
আরও পড়ুন: বিপ্লবের আইডি হ্যাক হয়েছিল: পুলিশ সুপার
বোরহানউদ্দিনে পুলিশ-এলাকাবাসী সংঘর্ষে নিহত ৪, অর্ধশতাধিক আহত