নেত্রকোনায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্পের মাস্টারপ্ল্যানের পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন প্রত্যক্ষ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (৪ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ের মাধবী হলে এই প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এটি উপস্থাপন করেছে।
জানা যায়, ২ হাজার ৬৩৭ কোটি টাকা ব্যয়ে ৫০০ একর জমিতে এই বিশ্ববিদ্যালয় নির্মাণ করা হচ্ছে। ২০২১ সালে নির্মাণ কাজ শেষ হবে। বিশ্ববিদ্যালয়টিতে ১০০০ সিটবিশিষ্ট ৪টি হল নির্মাণ করা হবে। ২০টি ডিপার্টমেন্ট থাকবে। বিশ্ববিদ্যালয়ে ২০০ শিক্ষক এবং ৩৫০ কর্মকর্তা-কর্মচারী কাজ করবেন।
বিশ্ববিদ্যালয়টি নির্মিত হলে এখানে ৪ হাজার শিক্ষার্থী পড়াশোনার সুযোগ পাবে। যার মধ্যে ২ হাজার ছেলে ও ২ হাজার মেয়ে শিক্ষার্থী থাকবে।
এই প্রেজেন্টেশনের সময় আরও উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, সচিব মো. সোহরাব হোসাইন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব ও বিশ্ববিদ্যালয়টির সিন্ডিকেট সদস্য সাজ্জাদুল হাসান, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. রফিকউল্লাহ খান, সিন্ডিকেট সদস্য ড. ফকরুল আলম, স্থাপত্য অধিদফতরের প্রধান স্থপতি কাজী নাসির, ট্রেজারার ড. সুব্রত কুমার আদিত্য ও রেজিস্টার কাজী নাসির উদ্দিন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস উইং থেকে এসব তথ্য জানানো হয়েছে।