মঙ্গলবার (২৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এনামউজ্জামান সিন্ডিকেট সভার সিদ্ধান্তের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছেন।
সরকারি বা দেশে-বিদেশে যেকোনও প্রতিষ্ঠানে কর্মরত কোনও শিক্ষার্থী ভোটার বা প্রার্থী হতে পারবেন না এবং ঢাবি’র অধীনে থাকা কলেজের কোনও শিক্ষার্থীও ভোটার বা প্রার্থী হতে পারবেন না।
প্রসঙ্গত, মঙ্গলবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় সিন্ডিকেট সভা শুরু হয়ে রাত ৮টার দিকে শেষ হয়েছে। সভায় সভাপতিত্ব করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
এর আগে ডাকসুর গঠনতন্ত্র পরিমার্জনের জন্য গঠিত কমিটির আহ্বায়ক আইন বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান উপাচার্যের কাছে সুপারিশ জমা দেন।