রেলওয়ের জন্য ৪০টি ব্রডগেজ লোকোমোটিভ (ইঞ্জিন) কিনতে সোমবার (১৪ জানুয়ারি) দুপুরে রেলভবনে যুক্তরাষ্ট্রের নির্মাতা প্রতিষ্ঠান মেসার্স প্রগ্রেস রেলের সঙ্গে চুক্তি সই শেষে তিনি এসব কথা বলেন।
চুক্তিতে বাংলাদেশের পক্ষে সই করেন রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (আরএস) মো. শামসুজ্জামান এবং প্রগ্রেস রেলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্যাট্রিক ওডনেল।
চুক্তি সই অনুষ্ঠানে রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন বলেন, ‘রেলওয়েতে জনবল সংকটে সেবা বিঘ্নিত হচ্ছে। দ্রুত জনবল নিয়োগের ব্যবস্থা করা হবে।’ রেল খাতকে একটি উন্নত দেশের কাতারে নিয়ে যাওয়ার লক্ষ্যে তিনি কাজ করবেন। নতুন কোচগুলোতে পয়ঃনিষ্কাশনের পরিবেশবান্ধব ব্যবস্থা করার জন্য এরই মধ্যে তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন বলেও জানান রেলমন্ত্রী।
চুক্তি অনুযায়ী আগামী ২৪ থেকে ৩৬ মাসের মধ্যে ইঞ্জিনগুলো সরবরাহ করবে মেসার্স প্রগ্রেস রেল। এডিবির অর্থায়নে ইঞ্জিনগুলো কেনা হচ্ছে। বাংলাদেশি টাকায় চুক্তিমূল্য এক হাজার ১২৩ কোটি ৫ লাখ টাকা।
বর্তমানে বাংলাদেশ রেলওয়েতে ৯৪টি ব্রডগেজ লোকোমোটিভ রয়েছে। এরমধ্যে ৫৫টির অর্থনৈতিক মেয়াদ (২০ বছর হিসাবে) শেষ হয়ে গেছে। কাজেই দ্রুত এসব ইঞ্জিন প্রতিস্থাপনের জন্য নতুন ইঞ্জিন পাওয়া খুবই প্রয়োজন।
চুক্তি সই অনুষ্ঠানে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. মোফাজ্জেল হোসেন, মহাপরিচালক মো. কাজী রফিকুল আলম এবং মেসার্স প্রগ্রেস রেলের প্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।