সুন্দর ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়েছে। রবিবার (৬ জানুয়ারি) ক্ষমতাসীন দলটির একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারসহ নির্বাচন কমিশন সদস্যদের সঙ্গে দেখা করে ধন্যবাদ জানান। আওয়ামী লীগের প্রতিনিধি দলের প্রধান ও দলটির উপদেষ্টা এইচ টি ইমাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
এইচ টি ইমাম বলেন, ‘এবারের নির্বাচনে যে শৃঙ্খলাবোধ ও সমন্বয় হয়েছে তা অতীতে কখনোই হয়নি। নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী সরকার তার সাংবিধানিক দায়িত্বের মধ্যে থেকে সব ধরনের সহযোগিতা করেছে। এবারের এই শৃঙ্খলাবোধ ও সমন্বয় ধরে রেখে আসন্ন উপজেলা পরিষদসহ অন্যান্য নির্বাচন কীভাবে সুন্দর ও গ্রহণযোগ্য করা যায় তা নিয়ে আমরা আলোচনা করেছি।’
এবারের নির্বাচনে সহিংসতা কম হয়েছে দাবি করে তিনি বলেন, ‘আগের নির্বাচনগুলোতে আমরা ভোটের সময় আইনশৃঙ্খলা বাহিনীর অনেক সদস্যকে আহত-নিহত হতে দেখেছি। কিন্তু এবার ভোটের সময় পুলিশ বাহিনীর একজন সদস্যও আহত হয়নি।’ এ সময় অতীতের কয়েকটি নির্বাচনে আহত-নিহতের পরিসংখ্যান তুলে ধরেন তিনি।
সরকার ও নির্বাচন কমিশন আগের থেকে অনেক ম্যাচিউরড হয়েছে বলেও দাবি করেছেন এইচ টি ইমাম। তিনি বলেন, ‘সবদিক থেকে নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে।’
বিএনপির অভিযোগ সম্পর্কে তিনি বলেন, ‘তারা যা বলেছে, তার অনেক কিছুই ভুয়া কথা। তবে কোথাও যদি কোনও ঘটনা ঘটে থাকে, নির্বাচন কমিশন অবশ্যই তা অনুসন্ধান করবে। নতুন করে কোনও নির্বাচন বা তত্ত্বাবধায়ক সরকারের দাবির কোনও সুযোগ নেই।’
নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করতে যাওয়া আওয়ামী লীগের এই প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন দলটির উপদেষ্টা ড. মসিউর রহমান, প্রচার সম্পাদক ড. হাছান মাহামুদ, কেন্দ্রীয় নেতা আখতারুজ্জামান, রিয়াজুল কবির কাওসার প্রমুখ।