একাদশ সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে সংসদ নেতা হিসেবে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে পৌঁছেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার (৩ জানুয়ারি) বিকাল চারটায় বঙ্গভবনে যান তিনি। সেখানে রাষ্ট্রপতি তাকে অভ্যর্থনা জানান। পরে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মিলিত হয়েছেন আওয়ামী লীগ প্রধান।
বঙ্গভবন ও সরকার সংশ্লিষ্ট একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে আজ সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনে গিয়ে নতুন সংসদের সদস্য হিসেবে শপথ নেন আওয়ামী লীগ সভাপতি ও তার দলের নির্বাচিত সদস্যরা। পরে দলীয় সংসদ সদস্যরা প্রথম বৈঠকেই শেখ হাসিনাকে সংসদ নেতা হিসেবে নির্বাচিত করেন।
সূত্র জানায়, একাদশ সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় রীতি অনুযায়ী বঙ্গভবনের এ বৈঠকে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নতুন সরকার গঠনের জন্য পরামর্শ দেবেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির এই পরামর্শের পর নতুন সরকার গঠনের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করবেন আওয়ামী লীগ সভাপতি।
আওয়ামী লীগ সূত্রগুলো নিশ্চিত করেছে, নতুন সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্বে শেখ হাসিনাকেই দেখতে চায় দল। আর এর মাধ্যমে টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করতে যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আর নতুন সরকারের দায়িত্বভার গ্রহণ করলে বাংলাদেশের ইতিহাসে রেকর্ড সৃষ্টি করে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হবেন তিনি। তার আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াই কেবল তিন মেয়াদে দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন।