একাদশ জাতীয় সংসদ নির্বাচনসদ্য অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভ করেছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। রবিবার (৩০ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ করা হয। এরপর দুটি স্থগিত আসন বাদ দিয়ে বাকি ২৯৮ আসনের ভোটগণনা শেষে রবিবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার পরে নির্বাচন কমিশন (ইসি) আসনভিত্তিক ফল ঘোষণা করে। ঘোষিত ফল অনুযায়ী, মহাজোট ২৮৮ আসন, বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট ৭টি ও স্বতন্ত্র প্রার্থী ৩টি আসনে জয়লাভ করে।
নিচে আসনভিত্তিক ফলের তালিকা দেওয়া হলো:
নির্বাচনি-ফল
উল্লেখ্য, নির্বাচন কমিশনের (ইসি) পুনর্নির্ধারিত তফসিল অনুযায়ী, প্রার্থীর মনোনয়নপত্র জমার শেষ তারিখ ২৮ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ২ ডিসেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ৯ ডিসেম্বর এবং ভোটগ্রহণ ৩০ ডিসেম্বর নির্ধারণ করা হয়।