মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ গত ২৭ নভেম্বর এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ ২৯ নভেম্বর স্বাক্ষরিত আদেশে বলা হয়, জুন মাসের বেতনের পাঁচ শতাংশ হারে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা বার্ষিক ইনক্রিমেন্ট পাবেন। গত ৩০ জুন যাদের চাকরি ছয় মাস হয়েছে, তারা এই ইনক্রিমেন্ট পাবেন। বেতন বৃদ্ধি কার্যকর হবে আগামী ১ জুলাই থেকে।
বেসরকারি শিক্ষকদের বৈশাখী ভাতা সংক্রান্ত বিষয়ে আদেশে বলা হয়, গত ৩০ জুনের মাসিক বেতনের ২০ শতাংশ হারে বৈশাখী ভাতা পাবেন। ভাতা কার্যকর হবে বাংলা ১৪২৬ সাল থেকে।