মগবাজার-মৌচাক ফ্লাইওভারে যাতায়াত করবেন যেভাবে

উদ্বোধনের আগে প্রস্তুত মৌচার-মগবাজার ফ্লাইওভারদীর্ঘ জনদুর্ভোগের পর অবশেষে উদ্বোধনের অপেক্ষায় রয়েছে রাজধানীর মগবাজার-মৌচাক ফ্লাইওভার। কয়েক ধাপে চালু হওয়া এই ফ্লাইওভারটি পুরোপুরিভাবে যানচলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হচ্ছে আজ বৃহস্পতিবার (২৬ অক্টোবর)। তবে আটটি এলাকার মধ্যে সংযোগ স্থাপনকারী কয়েকটি লুপের এই ফ্লাইওভারে কোন পথ দিয়ে ঢুকে কোন পথে বের হতে হয়, তা নিয়ে পরিষ্কার ধারণা নেই অনেকেরই।
উদ্বোধনের জন্য প্রস্তুত মৌচার-মগবাজার ফ্লাইওভারতিন তলা বিশিষ্ট এই ফ্লাইওভারটি রাজধানীর আটটি এলাকার মধ্যে সংযোগ করে দেবে। এই এলাকাগুলো হলো— সাতরাস্তা, কাওরান বাজার, ইস্কাটন, হলি ফ্যামিলি হাসপাতাল বা রমনা থানা, ওয়্যারলেস, রামপুরা, শান্তিনগর ও রাজারবাগ।
উদ্বোধনের জন্য ফ্লাইওভারকে সাজানো হয়েছেমগবাজার-মৌচাক ফ্লাইওভারের প্রকল্প পরিচালক ও এলজিইডির তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুশান্ত কুমার পাল বাংলা ট্রিবিউনকে জানান, সাতরাস্তা দিয়ে ফ্লাইওভারে উঠলে মগবাজার হয়ে রমনা থানা বা হলি ফ্যামিলি হাসপাতাল ও ওয়্যারলেস এলাকায় যাওয়া যাবে। ইস্কাটন থেকে যাওয়া যাবে ওয়্যারলেস পর্যন্ত। আর ওয়্যারলেস অংশ থেকে যাওয়া যাবে হাজী পাড়ার শহীদী জামে মসজিদ, শান্তিনগর ও রাজারবাগ এলাকায়।
ফ্লাইওভারের ওপরে পথের নির্দেশনাহলি ফ্যামিলি হাসপাতাল বা রমনা থানা থেকে কাওরান বাজার ও সাতরাস্তায় যাওয়া যাবে। আবুল হোটেল থেকে যাওয়া যাবে শান্তিনগর, রাজারবাগ ও ইস্কাটনে। আবার রাজারবাগ অংশ থেকে যাওয়া যাবে তিনটি অংশে— শান্তিনগর, আবুল হোসেল ও ইস্কাটনে। শান্তিনগর থেকে যাওয়া যাবে ইস্কাটন ও হাজী পাড়ার শাহী মসজিদে। এছাড়া ফ্লাইওভারের নিচের রাস্তা দিয়ে আগের মতোই বিভিন্ন অংশে যাওয়া যাবে।
আরও পড়ুন-
মৌচাক-মালিবাগ ফ্লাইওভার উদ্বোধন কাল: বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ