খানজাহান বিমান বন্দর প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পে যাচ্ছে

হযরত খানজাহান আলী (র.) বিমান বন্দর

হযরত খানজাহান (র.) বিমান বন্দর নির্মাণ প্রকল্পটি প্রধানমন্ত্রীর অগ্রাধিকারভিত্তিক প্রকল্পের অন্তর্ভুক্ত হচ্ছে। এ বিমান বন্দর নির্মাণের জন্য ৫৩৬ একর জমি অধিগ্রহণ করা হবে। ২০১৯ সালে এর নির্মাণ কাজ শেষ হবে।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেননের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে হযরত খানজাহান (র.) বিমান বন্দর নির্মাণ সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

এ বিমানবন্দর নির্মাণ প্রকল্পটি ইতোমধ্যে একনেক-এ  অনুমোদিত হয়েছে। প্রকল্পের  নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৫৪ হাজার ৪৭৪ লাখ টাকা। এর  মধ্যে সরকার দেবে ৪৯ হাজার ২৭ লাখ টাকা এবং বেবিচক অর্থায়ন করবে ৫ হাজার ৪৪৭ কোটি ৫০ লাখ টাকা।

সভায় জানানো হয়, বৃহত্তর খুলনা অঞ্চলের মানুষের অর্থনৈতিক অগ্রগতি, শিল্পায়ন ও জীবনযাত্রার মানোন্নয়নে এ বিমানবন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, বিশেষ করে এ অঞ্চলের প্রধান উৎপাদিত পণ্য  চিংড়ি রফতানিতে এ বন্দর অত্যন্ত সহায়ক হবে। দ্রুত বিমান বন্দর নির্মাণ এ অঞ্চলের মানুষের প্রাণের দাবি।

সভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান, বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান ড. এস এ সামাদ, বাগেরহাট- ৩ আসনের সংসদ সদস্য তালুকদার আবদুল খালেক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব এসএম গোলাম ফারুক, সিভিল অ্যাভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মাশাল এহসানুল গণি চৌধুরী, প্রধানমন্ত্রীর একান্ত সচিব ড.নমিতা হালদার, বাগেরহাটের জেলা প্রশাসক জাহাংগীর আলম প্রমুখ।

/এসআই/এপিএইচ/