মিরপুরে ডিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

রাজধানীর মিরপুরে কালশী এলাকায় পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই যুবক নিহত হয়েছেন। তাদের নাম পরিচয় এখনও জানা যায়নি।

পুলিশের দাবি, সোমবার রাতে অস্ত্র উদ্ধার অভিযান চলাকালে এ ঘটনা ঘটে।
পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) আশরাফ বলেন, মঙ্গলবার ভোররাত ৪টার দিকে পল্লবীর কালশী রোডে লোহার ব্রিজের পাশে দুজনের লাশ পড়ে ছিল। এর আগে ওই এলাকায় অস্ত্র উদ্ধার অভিযান চালান ডিবির সদস্যরা।

ওই এলাকায় আগে থেকে চার-পাঁচজন সন্ত্রাসী অবস্থান করছিল। ডিবির উপস্থিতি টের পেয়ে তারা হামলা চালান। ডিবিও পাল্টা হামলা চালালে এ দুজন নিহত হন। অন্যরা পালিয়ে গেছেন। লাশ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: অভিভাবকহীন রাজধানীর নিত্যপণ্যের বাজার

/এসটি/