বিশ্বের ক্ষমতাধর ১০০ নারীর তালিকায় আরও ওপরের দিকে ওঠে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাষ্ট্রভিত্তিক ফোর্বস ম্যাগাজিনের করা এ বছরের তালিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর অবস্থান ৩৬ নম্বরে। গতবার এ তালিকায় প্রধানমন্ত্রীর অবস্থান ছিল ৫৯তম।
এছাড়া সাম্প্রতিক সময়ে বাংলাদেশে চলমান গুপ্তহত্যার বিষয়টি উল্লেখ করে ফোবর্সে আরও বলা হয়, সম্প্রতি বাংলাদেশে যেসব ‘হেইট ক্রাইম’ ঘটেছে তা মোকাবেলা করার ক্ষমতা শেখ হাসিনার আছে এবং তার সেই ক্ষমতা প্রয়োগ করা উচিৎ। এসব হামলার বিষয়ে শেখ হাসিনার সরকারের নীরবতা এবং এসব ঘটনার সঙ্গে ইসলামী চরমপন্থিরা জড়িত নয় দাবি করার বিষয়টিও সমালোচিত হয়েছে।
সোমবার প্রকাশিত সাময়িকীটির ক্ষমতাধর ১০০ নারীর তালিকায় রাষ্ট্র বা সরকার প্রধান রয়েছেন ১১ জন। এর মধ্যে আছেন রাণী এলিজাবেথও। তালিকায় এবারও বিশ্বের শীর্ষ ক্ষমতাধর নারী জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মরকেল। দ্বিতীয় অবস্থান ধরে রেখেছেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।
শীর্ষ দশের মধ্যে ঠাঁই পাননি যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মিশেল ওবামা, এবার তার অবস্থান ১৩তম । তালিকায় ১২তম স্থানে রয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক জেয়েন হাই।
মার্কিন সাময়িকীটির এ বছরের তালিকায় ফার্স্ট লেডি থেকে শুরু করে আছেন আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান ও বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা। বিনোদন জগতের ব্যক্তিরাও বাদ পড়েননি তালিকা থেকে।
/এমও/এমএসএম /