মিতু হত্যায় ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার

চট্টগ্রামে পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুর হত্যায় ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধারের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।
চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের একটি সূত্র জানিয়েছে, রবিবার রাত ২টার দিকে নগরের পাঁচলাইশ থানার বাদুরতলার বড় গ্যারেজের সামনের রাস্তা থেকে পরিত্যক্ত অবস্থায় ওই মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

রবিবার সকালে সাড়ে ৬টার দিকে ছেলেকে স্কুলের বাসে তুলে দেওয়ার আগে চট্টগ্রামের জিইসি মোড়ে দুর্বৃত্তরা ছুরিকাঘাত ও গুলি করে মিতুকে হত্যা করে।

বাবুল আক্তার সম্প্রতি পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পেয়ে ঢাকার পুলিশ সদর দফতরে যোগ দেন। এর আগ পর্যন্ত গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হিসেবে চট্টগ্রাম মহানগর পুলিশের উত্তর-দক্ষিণ জোনের দায়িত্বে ছিলেন। জঙ্গিবিরোধী বেশ কয়েকটি অভিযোনে তিনি নেতৃত্ব দিয়েছিলেন।

আরও পড়ুন:

হত্যা পরিকল্পিত, ‘মিল’ খুঁজে পাচ্ছে পুলিশ

সন্ত্রাস দমনে বাবুল আক্তারের প্রত্যয় ‘ভাঙতে’ স্ত্রী হত্যা!

/এসটি/