রবিবার রাত ১১টা ৫০ মিনিটে লাশ দাফন করা হয়।খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-ই-আলম সিদ্দিকী বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেন।
অারও পড়তে পারেন: পুলিশের পরিবারকে ‘যথেষ্ট নিরাপত্তা’ দিতে নির্দেশ
তিনি জানান,রবিবার রাত ৯টা ৫৫ মিনিটে খিলগাঁওয়ের ভূঁইয়াপাড়ার ২২০/এ বাসায় পৌঁছে চট্টগ্রামের এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতুর মরদেহ। স্বজনদের দেখানোর পর তার দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়। জানাজা শেষে লাশ মেরাদিয়া কবরস্থানে দাফন করা হয়।
এর আগে রবিবার বিকেল সোয়া ৩টায় চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইন মাঠে তার প্রথম জানাজা সম্পন্ন হয়। নিহতের বাবা মোশাররফ হোসেন চট্টগ্রাম গিয়ে মেয়ের মরদেহ ঢাকায় নিয়ে আসেন।
উল্লেখ্য, ৫ জুন (রবিবার) সকাল সাড়ে ৬টার দিকে বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতুকে গুলি ও ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা। ছেলেকে স্কুলের বাসে তুলে দেওয়ার জন্য তিনি জিইসি মোড়ে দাঁড়িয়েছিলেন। এ সময় মোটরসাইকেলে আসা তিন দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত ও গুলি করে পালিয়ে যায়।
চট্টগ্রামে বিভিন্ন জঙ্গিবিরোধী অভিযানে নেতৃত্ব দিয়ে বেশ প্রসংশিত হয়েছিলেন পুলিশ সুপার বাবুল আক্তার।
আরও পড়তে পারেন: ধারাবাহিক হামলায় পুলিশ পরিবারে ‘দুশ্চিন্তা’
/এআরআর/ এমএসএম /