২০১৩ সাল থেকে এ পর্যন্ত ৩৭টি জঙ্গি হামলা ও হত্যার ঘটনা ঘটেছে। এর মধ্যে পুলিশ ৩৪টির বেশি ঘটনার ক্লু উদ্ধার করেছে বলে দাবি করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহিদুল ইসলাম।
তিনি বলেছেন, একটির বিচার সম্পন্ন হয়েছে। ৬টির বেশি ঘটনায় চার্জশিট (অভিযোগপত্র) দেওয়া হয়েছে। বাকিগুলোর তদন্ত চলছে।
মঙ্গলবার দুপুরে পুলিশ সদর দফতরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলন তিনি এ কথা বলেন।
সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে পুলিশের কোনও ব্যর্থতা নেই বলেও দাবি করেছেন আইজিপি।
আরও পড়ুন: বিচারহীনতায় কমেনি সাংবাদিক নির্যাতন
ব্যর্থতা নেই তারপরও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির এত অবনতি হচ্ছে কেন- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ঘরে বসে গোপনে অ্যাপস ব্যবহার করে কে কাকে হুমকি দিচ্ছে তা কারও পক্ষে বের করা সম্ভব নয়। এটা শুধু আমাদের দেশের সমস্যা নয়। এটা বৈশ্যিক সমস্যা। ধর্মের নামে যে হত্যাকাণ্ড ঘটাচ্ছে তা দেশের মানুষ সমর্থন করে না। এগুলো দেশ ও জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র। তবে যতই ষড়যন্ত্র হোক জনগণকে সঙ্গে নিয়ে অতীতের মতো এর মোকাবেলা করা হবে।’
তিনি আরও বলেন, এ পর্যন্ত ১৪৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তার মধ্যে ৪৯ জনই স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জেএমবি, আনসারুল্লাহ বাংলা টিমসহ বিভিন্ন জঙ্গি সংগঠনের জড়িত থাকার কথা জানিয়েছে। এই পর্যন্ত কেউ আইএস বা আল-কায়েদার কথা বলেনি। এই দেশে আইএস বা আল-কায়েদার কোনও অস্তিত্ব নেই।
/জেইউ/জেবি/এসটি/