তনু হত্যাকাণ্ড

বিচার দাবিতে ব্রাক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মানববন্ধন

5কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যায় জড়িতদের দ্রুত শাস্তির দাবিতে সমাবেশ এবং মানববন্ধন কর্মসূচি পালন করেছে বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রবিবার গুলশান মহাখালী রাস্তায় শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে।
গত ২১ মার্চ রাতে কুমিল্লা ক্যন্টনমেন্টের অভ্যন্তরের আবাসিক এলাকায় ধর্ষণের পর তনুকে হত্যা করা হয়।
এ ঘটনার প্রতিবাদে বেলা সাড়ে ১১টায় গুলশান মহাখালী রাস্তার উভয় পাশ দাঁড়িয়ে মানববন্ধন করে শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের মুখে কালোকাপড় বাঁধা ও হাতে প্ল্যাকার্ড দেখা যায়। পরবর্তীতে শিক্ষার্থীদের এ উদ্যোগে সামিল হন শিক্ষকরা।
এছাড়া গত ২৫ মার্চ এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় এলাকায় মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করে।
/এসএনএইচ/