কুবিতে মাদকসেবনরত অবস্থায় বহিরাগত আটক, পুলিশে সোপর্দ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) জীবন (১৯) নামের এক বহিরাগতকে মাদকসেবনরত অবস্থায় আটক করেছে শিক্ষার্থীরা। শনিবার (১ মার্চ) রাত ১০টার দিকে তাকে কেন্দ্রীয় শহীদ মিনারে মাদকসেবনরত অবস্থায় আটক করে প্রক্টর অফিসে নিয়ে আসেন শিক্ষার্থীরা।

এরপর প্রক্টরের উপস্থিতিতে লিখিতসহ জবানবন্দি নিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়। অভিযুক্ত জীবন সালমানপুরের ব্লু ওয়াটার পার্ক নামক এলাকার মো. গোলাপ খানের ছেলে।

লিখিত জবানবন্দিতে তিনি বলেন, প্রায়ই সে এখানে মাদক সেবন করতে আসে। এ ছাড়া জবানবন্দিতে সালমানপুরের মিলন ও আল-আমিন নামের দুইজন মাদক বিক্রেতার নামও উল্লেখ করেন তিনি।

কোটবাড়ি পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মাসুদ বলেন, ‘তাকে (জীবন) থানায় নিয়ে যাচ্ছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. নাহিদা বেগম বলেন, ‘মাদকের কারণে ক্যাম্পাসের পরিবেশ নষ্ট হবে এটা কোনোভাবেই কাম্য নয়। মাদকের বিরুদ্ধে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কার্যক্রম পরিচালনা করছে, তারই অংশ হিসেবে আজকের এই কার্যক্রম। ভবিষ্যতে আমরা এ ব্যাপারে আরও সজাগ থাকবো।’