১৯ সালের ডাকসু নির্বাচনের কারচুপি যাচাইয়ে কমিটি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ২০১৯ সালের নির্বাচনের কারচুপি অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় প্রশাসনের দেওয়া এক বিজ্ঞপ্তিতে কমিটি গঠনের বিষয়টি জানানো হয়। কমিটির সদস্য সংখ্যা ৭ জন।

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীকে আহ্বায়ক করে গঠন করা ৭ সদস্যের এই কমিটির অন্য সদস্যরা হলেন— সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ, ফার্মেসী অনুষদের ডিন অধ্যাপক সেলিম রেজা, আইন অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মাদ ইকরামুল হক, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রভোস্ট নাজমুল রহমান, স্যার পি জে হার্টগ ইন্টারন্যাশনাল হলের প্রভোস্ট মোহাম্মাদ আবুল কাউসার, বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (তদন্ত) শেখ আইয়ুব আলী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৯ সালে ১১ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু ও হল সংসদ নির্বাচনের কারচুপির অনুসন্ধানে নতুন তদন্ত কমিটি গঠন, জড়িত শিক্ষকদের শাস্তি ও বহিষ্কার, অবৈধ উপায়ে ভর্তি হয়ে ডাকসু নির্বাচনে অংশগ্রহণকারী নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সব সদস্যদের ডাকসুর সদস্য পদ বাতিল করাসহ ২০১৯ সালের ২২ ডিসেম্বর ডাকসু ভবনে সংঘটিত নৃশংস হামলার ঘটনায় জড়িত অপরাধীদের বিচার দাবি করে জিএস প্রার্থী মো. রাশেদ খাঁন এবং ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক মো. সানাউল্লাহ হক। তাদের আবেদনের বিষয়টি গত ৯ জানুয়ারি ও ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এসএমটি কমিটির সভায় আলোচনা করা হয়। আলোচনা শেষে বিষয়টির সত্যতা যাচাই করে প্রতিবেদন দেওয়ার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হলো।