ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) দশম আন্তবিশ্ববিদ্যালয় ছাত্র সম্মেলন এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ‘ভাষার অস্ত্রায়ন এবং সামাজিক-রাজনৈতিক পরিবর্তন’— প্রতিপাদ্যে দুদিনব্যাপী (১৯ ও ২০ ডিসেম্বর) এই প্রতিযোগিতার আয়োজন করে ইউল্যাবের ডিপার্টমেন্ট অব ইংলিশ অ্যান্ড হিউম্যানিটিজ (ডিইএইচ)।
শুক্রবার (২০ ডিসেম্বর) প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসি বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক এসএমএ ফায়েজ। অনুষ্ঠানে বিজয়ীদের সম্মাননা হিসেবে ক্রেস্ট, স্বীকৃতি সনদ এবং অর্থ পুরস্কার প্রদান করা হয়।
প্রতিযোগিতায় সেরা গবেষণাপত্র পুরস্কার পেয়েছেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির আফনান বিনতে হেলাল এবং রানারআপ গবেষণাপত্র পুরস্কার পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাফফাতুন জিনান।
এছাড়া সাংস্কৃতিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির সাংস্কৃতিক প্রযোজনা ‘ফ্রডস অব ট্রান্সলেশন’ এবং রানারআপ পুরস্কার অর্জন করেছে ইউল্যাব পরিবেশিত ‘ওয়ার্ডস টু লিভ বাই’ নাটক।
ইউজিসির চেয়ারম্যান বলেন, ‘আমি শিক্ষার্থীদের সাহস এবং বুদ্ধিমত্তার জন্য কৃতজ্ঞ। তোমরা তরুণরা অত্যন্ত সাহসী এবং মেধাবী— যা আমরা জুলাই-আগস্ট আন্দোলনের সময় প্রত্যক্ষ করেছি। তোমাদের কারণেই আমরা একটি নতুন দেশের জন্ম দেখেছি।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ইমরান রহমান, ইউল্যাব বোর্ড অফ ট্রাস্টিজের বিশেষ উপদেষ্টা অধ্যাপক সামসাদ মর্তূজা, আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ স্কুলের ডিন অধ্যাপক কায়সার হক, ডিপার্টমেন্ট অব ইংলিশ অ্যান্ড হিউম্যানিটিজের প্রধান আরিফা গণি রহমান এবং অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক-শিক্ষার্থীরা।
এ বছর প্রতিযোগিতার প্রথম দিনে ঢাকাসহ ছয় জেলার ২৬টি বিশ্ববিদ্যালয় অ্যাকাডেমিক গবেষণাপত্র উপস্থাপন করে। দ্বিতীয় দিন সাতটি বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নেয়।
এছাড়া এ বছর মূল উপজীব্য নিয়ে বিভিন্ন বিষয়ের উপস্থাপনা করে। যার মধ্যে বেশিরভাগ ছিল জুলাই-আগস্ট বিপ্লবকে কেন্দ্র করে।