কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ৮৮ আসন ফাঁকা রেখে রবিবার থেকে প্রথম বর্ষের ক্লাস শুরু

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) স্নাতক ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে রবিবার (২৭ অক্টোবর)। এখনও সাধারণ ৬৩টি এবং কোটার ২৫টিসহ ৮৮ আসন ফাঁকা রয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার। আসনগুলো ফাঁকা রেখেই শুরু হচ্ছে এ বছরের শিক্ষা কার্যক্রম। শনিবার (২৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘রবিবার থেকে সব বিভাগে একযোগে ক্লাস শুরু হবে। শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন হবে নিজ নিজ বিভাগে। এখনও সাধারণ আসন ফাঁকা আছে ৬৩টি। কোটায় খালি আছে ২৫টির মতো। আসন ফাঁকা থাকা সাপেক্ষে মাইগ্রেশন চালু থাকবে।’

উল্লেখ্য, গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে গত ২৭ এপ্রিল। এ ছাড়া বি ইউনিটের ৪ মে ও সি ইউনিটের ১১ মে অনুষ্ঠিত হয়েছে পরীক্ষা। পাশাপাশি গত ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত চলেছে চূড়ান্ত ভর্তি কার্যক্রম।